পানি সংযোগ লাইনের জন্য আবেদন পত্র

আবেদনকারীর তথ্যঃ

হ্যা না

নিয়ম ও শর্তাবলীঃ

১।পৌরসভা পানি সরবরাহ পদ্ধতির সকল প্রকার স্থাপন ও প্রাসঙ্গিক কার্যক্রম পৌরসভার উপবিধি অনুযায়ী হবে।

২।শুধুমাত্র হোল্ডিং এর মালিক অথবা তার যোগ্য প্রতিনিধি পানির সংযোগের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র অনুমোদনের পর নিয়মানুসারে সংযোগ ফি এবং মাসিক পানির বিল পরিশোধ করা আবেদনকারীর/মালিকের দায়িত্ব

৩।গৃহস্থলীর সংযোগের ক্ষেত্রে পৌরসভার হোল্ডিং ট্যাক্স (বকেয়া বিল প্রযোজ্য ক্ষেত্রে) পরিশোধের রশিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। বানিজ্যিক সংযোগের ক্ষেতেত্র ট্রেড লাইসেন্সের কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে