লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলাটি ২৩.০১ এবং ২৩.১১ উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৯০.৪৮ এবং ৯০.৫৮ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ১৮৯১ সনে থানা প্রতিষ্ঠিত হয় এবং ২৪/০৭/১৯৮৩খ্রিঃ তারিখ মানোন্নিত থানা গঠন করা হয়। উপজেলার উত্তরে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ পূর্বে শাহারাস্তি ও চাটখিল পশ্চিমে ফরিদগঞ্জ ও রায়পুর এবং দক্ষিনে লক্ষ্মীপুর সদর উপজেলা অবস্থিত। প্রাচীনকালেই রাম নামক একজন প্রভাবশালী স্থানীয় ধর্মীয় নেতার নামানুসারে রামগঞ্জের নামকরন করা হয়। ১৮৯১ সালে প্রতিষ্ঠিত হয় রামগঞ্জ। ১৯৮৩ সনের ২৪ মার্চ থানাতে রূপান্তরিত হয় রামগঞ্জ। প্রাচীন কৃষ্টি ও সভ্যতার এক অপূর্ব নিদর্শন রামগঞ্জ।

লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলাটি ২৩.০১ এবং ২৩.১১ উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৯০.৪৮ এবং ৯০.৫৮ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ১৮৯১ সনে থানা প্রতিষ্ঠিত হয় এবং ২৪/০৭/১৯৮৩খ্রিঃ তারিখ মানোন্নিত থানা গঠন করা হয়। উপজেলার উত্তরে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ পূর্বে শাহারাস্তি ও চাটখিল পশ্চিমে ফরিদগঞ্জ ও রায়পুর এবং দক্ষিনে লক্ষ্মীপুর সদর উপজেলা অবস্থিত। প্রাচীনকালেই রাম নামক একজন প্রভাবশালী স্থানীয় ধর্মীয় নেতার নামানুসারে রামগঞ্জের নামকরন করা হয়। ১৮৯১ সালে প্রতিষ্ঠিত হয় রামগঞ্জ। ১৯৮৩ সনের ২৪ মার্চ থানাতে রূপান্তরিত হয় রামগঞ্জ। প্রাচীন কৃষ্টি ও সভ্যতার এক অপূর্ব নিদর্শন রামগঞ্জ।

উক্ত পৌরসভাটি “গ” শ্রেনীর পৌরসভা থেকে “খ” শ্রেনী এবং সর্বশেষ 18-02-2004 সালে “ক” শ্রেণির পৌরসভায় উত্তীর্ণ হয়। পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে অত্র পৌর পরিষদ আপ্রাণ চেষ্টায় ব্রত আছে। এই পৌরসভার জনগোষ্ঠী বিদেশে কর্মরত থাকায় প্রচুর পরিমাণ অর্থ উপার্জনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এ সুবাধে দেশের অন্যান্য অঞ্চল থেকে কর্মস্থানের জন্য রামগঞ্জ পৌরসভায় জনবলের আগমন ঘটে। অচিরে রামগঞ্জ পৌরসভা একটি আধুনিক শহর হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

বর্তমানে আয়ের সাথে ব্যয়ের খাত বেশী হওয়ায় এবং সরকারী ও বিভিন্ন প্রকল্পের বরাদ্ধকৃত অর্থ কম হওয়ায় নানামুখী উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে।

রামগঞ্জ পৌরসভাকে একটি আধুননিক পৌরসভায় রুপান্তরের লক্ষ্যে পৌর মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে । পৌর পরিষদ ৫ বছরে মেয়াদী একটি মাষ্টার প্ল্যান তৈরীর মাধ্যমে নানামূখী উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। আশা করা যায় আগামী বছর গুলোতে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেলে ও পৌর সভার নিজস্ব অর্থায়নে উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করে একটি আধুনিক পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হবে।