রামগঞ্জ পৌরসভার পরিচিতি

লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলাটি ২৩.০১ এবং ২৩.১১ উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৯০.৪৮ এবং ৯০.৫৮ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত ১৮৯১ সনে থানা প্রতিষ্ঠিত হয় এবং ২৪/০৭/১৯৮৩খ্রিঃ তারিখ মানোন্নিত থানা গঠন করা হয় উপজেলার উত্তরে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ পূর্বে শাহারাস্তি ও চাটখিল পশ্চিমে ফরিদগঞ্জ ও রায়পুর এবং দক্ষিনে লক্ষ্মীপুর সদর উপজেলা অবস্থিত প্রাচীনকালেই রাম নামক একজন প্রভাবশালী স্থানীয় ধর্মীয় নেতার নামানুসারে রামগঞ্জের নামকরন করা হয় ১৮৯১ সালে প্রতিষ্ঠিত হয় রামগঞ্জ ১৯৮৩ সনের ২৪ মার্চ থানাতে রূপান্তরিত হয় রামগঞ্জ প্রাচীন কৃষ্টি ও সভ্যতার এক অপূর্ব নিদর্শন রামগঞ্জ|।

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলায় রামগঞ্জ পৌরসভা অবস্থিত ৩০-১১-১৯৯১ সালে পৌরসভা গঠিত হয় পৌরসভার ওয়ার্ড সংখ্যা ০৯টি পৌরসভায় ৮০% জনসাধারন ভিবিন্ন পেশায় নিয়োজিত। পৌরসভায় শিক্ষার হার ৬৫% রামগঞ্জ পৌরসভা তৃতীয় শ্রেণী হিসাবে গড়ে উঠার পর নিজস্ব আয় ও উন্নয়নে ধাপে ধাপে দ্বিতীয় শ্রেনী ও প্রথম শ্রেণীতে উন্নীত হয়|

জনপ্রিয় সেবা সমূহ

জাতি গঠনে সক্রিয় অংশীদার হোন - আপনার মূল্যবান মতামত জানাতে অংশগ্রহণ করুন

এক নজরে রামগঞ্জ পৌরসভা

Image not found.
Image not found.

গুরুত্বপূর্ণ পরিসেবা